জীবনকে ভালোবাসুন মাদক থেকে দূরে থাকুন এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ফেনী।
------------------------------------------
১৮/১২/২০২৪ ইং তারিখ ফেনী ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে ফুটবল একাডেমি, ফেনী বনাম বাফুফে ফুটবল জোন, ফেনী অংশ গ্রহন করেন।
ফুটবল ম্যাচটি উদ্বোধন করেন জনাব মো: ইসমাইল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ফেনী ও জনাব সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), ফেনী, জনাব সোমেন মন্ডল, উপ-পরিচালক, জনাব বেলাল হোসেন, সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফেনী।
উক্ত খেলায় চ্যাম্পিয়ান ও রানার্সআপ দলকে পুরস্কার তুলে দেন জনাব গোলাম মোহাম্মদ বাতেন, প্রশাসক, ফেনী পৌরসভা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস