থার্টি ফার্স্ট নাইট উপলক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ফেনী কর্তৃক পরিচালিত মাদকবিরোধী অভিযানে ১৭০০ (সতের শত) পিস ভারতীয় টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
====================
ঘটনার তারিখ ও সময়: ৩১/১২/২০২৪ খ্রি. তারিখ, সময়- ১৬.০০ -১৭.০০ ঘটিকা।
ঘটনাস্থল: ফেনী মডেল থানাধীন পাঠানবাড়ি রোড, পুরাতন রেজিস্ট্রি অফিস সংলগ্ন খাওয়া-দাওয়া হোটেলের সামনে রাস্তার ওপর।
আসামির নাম ও ঠিকানা: মো. শাজাহান (৪৬) গ্রেফতার, পিতা- মৃত জানু মিয়া, মাতা- আয়েশা আক্তার, সাং- ঘোষাইপুর (আবদুল কারী সাহেবের বাড়ি), ৫নং ওয়ার্ড, ফুলগাজী ইউনিয়ন, থানা- ফুলগাজী, জেলা- ফেনী। বর্তমানে- রিয়াদ ভবন (৩য় তলা), হোল্ডিং নং-৭৫১/০২, অচিনতলা, গাজী ক্রস রোড, ৭নং ওয়ার্ড, ফেনী পৌরসভা, থানা-ফেনী।
আলামতের বিবরণ: ১৭০০ (এক হাজার সাতশত) পিস ভারতীয় টাপেন্ডাডল ট্যাবলেট।
গৃহীত ব্যবস্থা: উক্ত ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তি মো. শাজাহান (৪৬) কে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফেনী জেলা কার্যালয় এর পরিদর্শক জনাব রাজু আহাম্মেদ চৌধুরী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত-২০২০) এর সংশ্লিষ্ট ধারায় ফেনী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস