ফেনীর দাগনভূঁঞায় পৃথক পৃথক অভিযানে ৩৪ বোতল বিলাতীমদ ও মাদকদ্রব্য বিক্রয়লব্ধ নগদ ১,৪৪,১০০/- টাকাসহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার।
==============================০/১২/২০২৪ ইং তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফেনী এর সহকারী পরিচালক জনাব মোঃ বেলাল হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক জনাব রাজু আহাম্মেদ চৌধুরী এর নেতৃত্বে ১২ জন ডিএনসি সদস্যদের সমন্বয়ে গঠিত রেইডিং টিম দাগনভূঁঞা থানাধীন শ্রীধরপুর ও ইয়ারপুর এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৩৪ বোতল বিলাতীমদ ও মাদকদ্রব্য বিক্রয়লব্ধ নগদ ১,৪৪,১০০/- টাকাসহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার করা হয়।
ঘটনার তারিখ ও সময়ঃ ১০/১২/২০২৪ খ্রি: সময় সকাল-০৮:০০-০৯:০০ এবং ১০:০০-১১:০০ ঘটিকা।
ঘটনাস্থলঃ ১। দাগনভূঁইয়া থানাধীন উত্তর শ্রীধরপুর ফারুক মঞ্জিল এর নীচ তলার সিডির নীচে (১ নং আসামীর দখলীয় ৩নংইউনিট সংলগ্ন), জেলা-ফেনী।
২। দাগনভূঁইয়া থানাধীন উত্তর শ্রীধরপুর খালেক ড্রাইভারের বাড়ীস্থ জামাল উদ্দিন খান মুসার দক্ষিণ মুখী দ্বিতীয় তলা বিশিষ্ট বসতঘরের ২য় তলা, জেলা-ফেনী।
৩। দাগনভূঞা থানাধীন দাগনভূঞা পৌরসভার ৩নং ওয়ার্ড ইয়ারপুর মনু মোল্লার বাড়িস্থ ৫৩৭নং হোল্ডিং আসামী আকবর হোসেন ইসমাইল এর বসতঘর, জেলা-ফেনী।
আসামীদের নাম ও ঠিকানাঃ ১। সাইমা আক্তার সুলতানা (২০)- গ্রেফতার, পিতা-আব্দুল জলিল, স্বামী- জাহিদুল ইসলাম জাবেদ, সাং- সিন্দুরপুর, দরবেশেরহাট, থানা- দাগনভূঁইয়া, জেলা- ফেনী।
২। জামাল উদ্দিন খান মুসা (৪৫) (পলাতক) পিতা-মৃত আব্দুল মান্নান, সাং-উত্তর শ্রীধরপুর, দাগনভূঁইয়া পৌরসভা, থানা- দাগনভূঁইয়া, জেলা- ফেনী।
৩। আকবর হোসেন ইসমাইল (২৫)-গ্রেফতার, পিতা-আব্দুর রাজ্জাক, ইয়ারপুর, পো:-দাগনভূঞা, দাগনভূঞা পৌরসভা, থানা- দাগনভূঞা, জেলা-ফেনী।
আলামতঃ ১. বিলাতীমদ ২৬+০৮= ৩৪ বোতল।
২. মাদকদ্রব্য বিক্রয়লব্ধ বাংলাদেশী বিভিন্ন মানের মুদ্রা ১,০২,৭০০+৪১,৪০০= ১,৪৪,১০০/- টাকা।
উক্ত পৃথক ঘটনায় আটককৃত ১নং ও পলাতক ২নং ব্যক্তিকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ফেনী এর উপপরিদর্শক জনাব মোঃ আবু তাহের ও ৩নং ব্যক্তিকে আসামি করে পরিদর্শক জনাব রাজু আহমেদ চৌধুরী বাদী হয়ে দাগনভূঁঞা থানায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস