Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ফেনীর অভিযানে ৪ হাজার পিস ইয়াবা, ৮৪ বোতল ফেন্সিডিল, ১০ বোতল বিলাতী মদ ও মাদকদ্রব্য বিক্রয় লব্ধ ১,০৮,১৪০/- টাকাসহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার।
বিস্তারিত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,  জেলা কার্যালয়, ফেনীর অভিযানে ৪ হাজার পিস ইয়াবা, ৮৪ বোতল ফেন্সিডিল, ১০ বোতল বিলাতী মদ ও মাদকদ্রব্য বিক্রয় লব্ধ ১,০৮,১৪০/- টাকাসহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার।

==============================

০২/১২/২০২৪ খ্রি. তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফেনী এর উপপরিচালক জনাব সোমেন মন্ডল এর সার্বিক তত্ত্বাবধানে  ও  পরিদর্শক জনাব রাজু আহাম্মেদ চৌধুরী এর নেতৃত্বে গঠিত একটি রেইডিং টিম ছাগলনাইয়া থানার বাঁশপাড়া ও ফেনী মডেল থানাধীন নাজিররোড এলাকায় অভিযান পরিচালনা করে ৪ হাজার পিস ইয়াবা, ৮৪ বোতল ফেন্সিডিল, ১০ বোতল বিলাতী মদ ও মাদকদ্রব্য বিক্রয় লব্ধ ১,০৮,১৪০/- টাকাসহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার করেছে। 


ঘটনার তারিখ ও সময়: ০২/১২/২০২৪ খ্রি., সময় সকাল- ৮:৩০-৯:৩০ এবং ১০:৩০-১১:৩০ ঘটিকা।


ঘটনাস্থল: ছাগলনাইয়া থানাধীন বাঁশপাড়া হামিদ আলী পাটোয়ারী বাড়ীস্থ আসামি সফি উল্লাহ সোহেল এর নিজ দখলীয় উত্তর দুয়ারী সেমিপাকা ০৬ (ছয়) কক্ষ বিশিষ্ট বসতঘর এবং ফেনী মডেল থানাধীন নাজির রোডস্থ রশিদ গার্ডেনের ৪র্থ তলার পূর্ব পার্শ্বের ৮ নং ফ্ল্যাট আসামি মোঃ সরোয়ার হোসেন শাকিলের ভাড়া করা বসতঘর, জেলা- ফেনী।


আসামীর নাম: ১। মোঃ সফি উল্লাহ সোহেল (৩৩) গ্রেফতার, পিতা: মৃত জসীম উদ্দিন, মাতা: আনোয়ারা বেগম, সাং- বাঁশপাড়া (হামিদ আলী পাটোয়ারী বাড়ী), থানা- ছাগলনাইয়া, জেলা - ফেনী।

২। মোঃ সরোয়ার হোসেন শাকিল (৩৭) গ্রেফতার, পিতা- আবু তাহের মজুমদার, মাতা- ফরিদা ইয়াসমিন, সাং- উত্তর কুহুমা (মুকি মজুমদার বাড়ী) থানা- ছাগলনাইয়া, জেলা- ফেনী। বর্তমানে- নাজির রোডস্থ রশিদ গার্ডেনের ৪র্থ তলার পূর্ব পাশ্বের ৮নং ফ্ল্যাট, থানা- ফেনী মডেল, জেলা-ফেনী।


জব্দকৃত আলামত: ১। একটি শপিং ব্যাগের মধ্যে জিপারলক যুক্ত ২০ (বিশ)টি নীল রংয়ের পলি প্যাকেটের ভিতর প্রত্যেক প্যাকেটে ২০০ (দুইশত) পিস করে (২০×২০০)=৪০০০ (চার হাজার) পিস, ওজন-৪০২ (চারশত দুই) গ্রাম এ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট।

২। একটি সিনথেটিক ব্যাগের মধ্যে ৮৪ (চুরাশি)টি প্লাস্টিকের বোতলে কোডিন মিশ্রিত ফেন্সিডিল প্রতিটি বোতলে ১০০ (একশত) এমএল করে মোট (৮৪× ১০০)=৮.৪০০মিলি বা আট লিটার চারশত মিলি ফেন্সিডিল।

৩। একই সিনথেটিক ব্যাগের মধ্যে AMERICAN PRIDE নামীয় বিলাতীমদ ১০ (দশ) বোতল প্রতিটি প্লাস্টিক বোতলে ১৮০ (একশত আশি) এমএল করে (১০× ১৮০)= ১৮০০ মিলি বা এক লিটার আটশত মিলি বিলাতীমদ।

৪। একটি পলিথিনের মধ্যে মাদক বিক্রিত টাকা বাংলাদেশী বিভিন্ন মানের মুদ্রা-১,০৮,১৪০/-(এক লক্ষ আটহাজার একশত চল্লিশ টাকা)।


উক্ত ঘটনায় আটককৃত ব্যক্তিদের আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ফেনী এর পরিদর্শক জনাব রাজু আহাম্মেদ চৌধুরী বাদী হয়ে ছাগলনাইয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। 

ডাউনলোড
প্রকাশের তারিখ
02/12/2024
আর্কাইভ তারিখ
31/12/2024