মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ফেনী কর্তৃক ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার।
---------------------------------------------
২৬/০৪/২০২৫ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ফেনীর একটি রেইডিং টিম পরিদর্শক জনাব রাজু আহাম্মেদ চৌধুরী এর নেতৃত্বে ফুলগাজী থানাধীন শরীফপুর (জিএম হাটের উত্তরে) প্রফুল্লা মজুমদার বাড়িস্থ আসামী শংকর চন্দ্র মজুমদার এর নিজ দখলীয় পূর্ব দুয়ারী ০২ (দুই) কক্ষ বিশিষ্ট একতলা দালানঘরে অভিযান পরিচালনা করে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দ করেছে। উক্ত ঘটনায় এখন পর্যন্ত ০১ (এক) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার তারিখ ও সময়: ২৬/০৪/২০২৫ খ্রি. সময়: ১৭:০০-১৮:০০ ঘটিকা।
ঘটনাস্থল: ফুলগাজী থানাধীন শরীফপুর (জিএম হাটের উত্তরে) প্রফুল্লা মজুমদার বাড়িস্থ আসামী শংকর চন্দ্র মজুমদার এর নিজ দখলীয় পূর্ব দুয়ারী ০২ (দুই) কক্ষ বিশিষ্ট একতলা দালানঘর, জেলা-ফেনী।
আসামীর নাম ও ঠিকানা: শংকর চন্দ্র মজুমদার (৪৪)-গ্রেফতার, পিতা-মৃত মন মোহন মজুমদার, সাং-শরীফপুর, জিএমহাট ইউপি, থানা-ফুলগাজী, জেলা-ফেনী।
গৃহীত ব্যবস্থা: গ্রেফতারকৃত ব্যক্তিকে আসামি করে ফুলগাজী থানায় মামলা দায়ের করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস