ফেনীর ছাগলনাইয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ীসহ ০২ জন ইয়াবাসহ গ্রেফতার।
================================
অদ্য ০৩/১০/২০২৪ ইং তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ফেনীর উপপরিচালক জনাব সোমেন মন্ডল এর নেতৃত্বে ছাগলনাইয়া থানাধীন পূর্ব জয়পুর, শুভপুর ও বাঁশপাড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিম্নে বর্ণিত আসামিদেরকে মাদকদ্রব্য ও মাদক বিক্রয় লব্দ নগদ টাকাসহ গ্রেফতার করা হয়।
(০১)
ঘটনার তারিখ ও সময়: ০৩/১০/২০২৪ইং, সময় সকালঃ ১০:০০-১১:০০ ঘটিকা।
ঘটনাস্থল: ছাগলনাইয়া থানাধীন পূর্ব জয়পুর (শুভপুর) দেনু কন্ট্রাক্টরের বাড়িস্থ আসামীর উত্তর দুয়ারী টিনের বেড়া টিনের ছাউনিযুক্ত ০২ কক্ষ বিশিষ্ট বসতঘর, জেলা-ফেনী।
আসামীর নাম ও ঠিকানা: মোঃ শাহীন (৪৭) গ্রেফতার, পিতা-মৃত. মোস্তফা, মাতা-নছুপা বেগম, সাং-পূর্ব জয়পুর (দেনু কন্ট্রাক্টরের বাড়ি), ওয়ার্ড নং-২, শুভপুর ইউপি, থানা-ছাগলনাইয়া, জেলা-ফেনী।
আলামত: ইয়াবা ট্যাবলেট ১১২ পিস।*
(০২)
ঘটনার তারিখ ও সময়: ০৩/১০/২০২৪ইং, সময়ঃ ১২:০০-১৩:০০ ঘটিকা।
ঘটনাস্থল: ছাগলনাইয়া থানাধীন বাঁশপাড়া মজুমদার বাড়িস্থ আসামীর নিজ দখলীয় পূর্ব দুয়ারী টিনের বেড়া টিনের ছাউনিযুক্ত ০৪ কক্ষ বিশিষ্ট বসতঘর, জেলা-ফেনী।
আসামীর নাম ও ঠিকানা: শহীদ উল্লাহ মজুমদার প্রঃ কানা শহীদ (৪৫)-গ্রেফতার, পিতা-মৃত. অহিদুর রহমান মজুমদার, মাতা- মৃত, ছালেহা বেগম, সাং-বাঁশপাড়া (মজুমদার বাড়ি), ওয়ার্ড নং-৬, ছাগলনাইয়া পৌরসভা, থানা-ছাগলনাইয়া, জেলা-ফেনী।
আলামত: ১. ইয়াবা ট্যাবলেট ১৩৪ পিস, ২. ৩৩,৫০০/- টাকা।
উক্ত ঘটনায় আটককৃত ব্যক্তিদের আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ফেনী এর উপপরিদর্শক জনাব মোঃ আবু তাহের বাদী হয়ে ছাগলনাইয়া থানায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস