Department of Narcotics Control Dnc Feni
সার্বিক তত্ত্বাবধানেঃ জনাব মিজানুর রহমান শরীফ, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফেনী।
নেতৃত্বেঃ জনাব মোঃ মোজাম্মেল হক - পরিদর্শক- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফেনী।
মামলার বাদীঃ জনাব মোঃ আবু তাহের -উপপরিদর্শক- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফেনী।
ঘটনার তারিখ ও সময় : ০৬/০৮/২০২৩খ্রি. সময় : ২০:০০–২১:০০ ঘটিকা
ঘটনাস্থল ঃ ফেনী মডেল থানাধীন সুলতানপুর, বটগাছতলাস্থ সাজ ডেকোরেটর এর সামনে রাস্তার উপর, জেলা-ফেনী ।
আসামীদের নাম ও ঠিকানা ঃ ১.মোঃ রুবেল (৩৮)-গ্রেফতার, পিতা-মৃত কাঞ্চন সারেং, মাতা-সামছুন নাহার, স্থায়ী সাং ভেড়ীবাঁধ,১নং কলোনী,(কাঞ্চন সারেং এর ঘর), থানা-রামগতি, জেলা-লক্ষীপুর এ/পি-ফেনী রেলওয়ে স্টেশন, ভাসমান, থানা ও জেলা- ফেনী।
২.পীতরাজ হরিজন(৫৬)-পলাতক, পিতা-নয়নলাল হরিজন, মাতা-সিতা, সাং-সুলতানপুর, সুইপার কলোনী, পোঃ- সদর- ৩৯০০, থানা-ফেনী, জেলা-ফেনী ।
আলামত ঃ একটি কাপড়ের ব্যাগের ভিতর পলিথিনে মোড়ানো গাঁজার পোটলা ০৩(তিন) টি, ওজন ০৪(চার) কেজি গাঁজা ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস