ফেনীতে ৭৭০০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী গ্রেফতার।
==============================
ঘটনার তারিখ ও সময়: ০৭/১০/২০২৪ইং, সময়ঃ ১১:৩০-১৩:০০ ঘটিকা।
ঘটনাস্থল: ফেনী মডেল থানাধীন লালপোলস্থ ঢাকা-চট্টগাম মহাসড়কের পশ্চিম পাশে লালপোল কাবাব ঘর গেইটের সামনে রাস্তার ওপর সোহাগ পরিবহন প্রাইভেট লি. নামীয় এসি বাস যার নং-ঢাকা মেট্রো-ব-১৫-৮৪৯৮ (স্কেনিয়া প্রেস্টিজ) দ্বিতল বাস, জেলা-ফেনী।
আসামীর নাম ও ঠিকানা: হোসাইন মোহাম্মদ এরশাদ (পারভেজ)-(৩৬)-গ্রেফতার, পিতা-মৃত মোজাফ্ফর আহম্মদ, মাতা- তাহেরা বেগম, সাং- উত্তর পাড়া (সেকান্দর পাড়া), সিকদার বাড়ি, পোকখালী ইউপি, ওয়ার্ড নং-০২, থানা-ঈদগাহ, জেলা- কক্সবাজার।
আলামত: ইয়াবা ট্যাবলেট ৭৭০০ পিস (৭৩০ গ্রাম), বাসের টিকেট -০১ টি।
উক্ত ঘটনায় আটককৃত ব্যক্তিকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ফেনী এর পরিদর্শক জনাব মোঃ মোজাম্মেল হক বাদী হয়ে ফেনী মডেল থানায় ০১টি নিয়মিত মামলা দায়ের করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস