#প্রেস_ব্রিফিংঃ ফেনীতে ৫০ পিস ইয়াবাসহ একজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফেনী।
===================================
ঘটনার তারিখ ও সময়ঃ ১০/০৯/২০২৪ইং; সময়- ১১:০০-১২:০০ ঘটিকা।
ঘটনাস্থলঃ ফেনী মডেল থানাধীন দাউদপোলস্থ খাজা আহমদ পৌর কাঁচাবাজার সংলগ্ন মেসার্স আনহা বানিজ্যালয় নামীয় দোকানের সামনে, জেলা-ফেনী।
আসামীর নাম ও ঠিকানাঃ মোঃ আলম (৫৬)-গ্রেফতার, পিতা-মৃত. ইছাক মিয়া, মাতা- মৃত. বিলাস খাতুন, সাং- সৈয়দাবাদ (খলিফা পাড়া), আব্দুল্লাহর বাপের বাড়ি, কলেজ গেইট,, ১৬নং ওয়ার্ড, সৈয়দাবাদ ইউনিয়ন, থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রাম। এ/পি-চাপিতলা (ছেরাগ আলী ফকির বাড়ি), থানা-বাংগরাবাজার, জেলা- কুমিল্লা।
জব্দকৃত আলামতঃ ইয়াবা ৫০ পিস ।
উপপরিদর্শক জনাব মোঃ আবু তাহের বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস