ফেনীতে ৩৮০০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক চোরাকারবারীকে (যার মধ্যে ০১ জন রোহিঙ্গা নাগরিক) গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফেনী।
ঘটনার তারিখ ও সময়ঃ১৬/০৯/২০২৪ইং, সময়: ১৬:০০-১৭:০০ ঘটিকা।
ঘটনাস্থল: ফেনী মডেল থানাধীন মহিপালস্থ ফ্লাইওভারের পশ্চিম পাশে স্টারলাইন বাস কাউন্টার (ঢাকা মুখি) সংলগ্ন আহাদ এন্টারপ্রাইজ নামীয় বাস কাউন্টারের সামনে রাস্তার ফুটপাতের উপর, জেলা-ফেনী।
আসামীদের নাম ও ঠিকানা ১. শাহানা (৪৫)-গ্রেফতার, পিতা-মৃত, নুর ইসলাম, সাং-অলিয়াবাদ, থানা-টেকনাফ, জেলা- কক্সবাজার। (রোহিংগা) ২. মোহাম্মদ গিয়াস উদ্দিন প্রঃ দিদার (৪২)-গ্রেফতার, পিতা-মোক্তার আহমদ, সাং-পূর্ব চাম্বল, থানা- বাঁশখালী, জেলা-চট্টগ্রাম।
আলামত : ইয়াবা ৩৮০০ (তিন হাজার আটশত) পিস।
উক্ত ঘটনায় আটককৃত ব্যক্তিদের আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ফেনী এর উপপরিদর্শক জনাব মোঃ আবু তাহের বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস