Department of Narcotics Control Dnc Feni
সার্বিক তত্ত্বাবধানেঃ জনাব মিজানুর রহমান শরীফ, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফেনী।
নেতৃত্বেঃ জনাব মোঃ মোজাম্মেল হক -পরিদর্শক- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফেনী।
মামলার বাদীঃ জনাব মোঃ মোজাম্মেল হক -পরিদর্শক- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফেনী।
ঘটনার তারিখ ও সময় : ১৭/০৮/২০২৩ খ্রি. সময় : ১৫:৩০-১৬:৩০ ঘটিকা।
ঘটনাস্থল : ফেনী মডেল থানাধীন মহিপালস্থ নোয়াখালী বাস স্ট্যান্ড মেসার্স মোতালেব এন্টারপ্রাইজ নামীয় ফলের আড়ৎ এর সামনে, জেলা-ফেনী।
আসামীর নাম ও ঠিকানা : মহরম আলী প্রঃ সায়েম (৩১)-গ্রেফতার, পিতা-আমির হোসেন, মাতা- দিলদার বেগম, স্ত্রী- হালিমা খাতুন, সাং-দক্ষিন বাহারছড়া, সার্কিট হাউজের পাশে, ওয়ার্ড নং-১১,কক্সবাজার পৌরসভা, থানা-কক্সবাজার, জেলা-কক্সবাজার।
আলামত ঃ একটি পলিথিনের ভিতরে স্কচটেপ ও টিস্যু পেপার দ্বারা মোড়ানো এ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ১৬৫০(এক হাজার ছয়শত পঞ্চাশ) পিস যার ওজন- ১৬০ (একশত ষাট) গ্রাম।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস