মামলার নেতৃত্বে ও বাদীঃ জনাব মোঃ মোজাম্মেল হক,পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফেনী।
ঘটনার তারিখ ও সময়: ১৯/০৫/২০২৪খ্রি. সময়: ০৭:০০-০৮:০০ ঘটিকা।
ঘটনাস্থল: ছাগলনাইয়া থানাধীন পূর্ব ছাগলনাইয়া গ্রামস্থ আসামীর নিজ দখলীয় উত্তর ও পূর্বমুখী ০৪(চার) কক্ষ বিশিষ্ট টিনের বেড়া টিনের ছাউনিযুক্ত দোচালা বসতঘর, জেলা-ফেনী।
আসামীর নাম ও ঠিকানা : মোঃ সাহাজাহান মিয়া (৪৫)-গ্রেফতার পিতা-জইদর আলী, মাতা-আছিয়া খাতুন, সাং-পূর্ব ছাগলনাইয়া (সাহাজাহান মিস্ত্রীর বাড়ি), পোঃ- রাধানগর, ৯নং ওয়ার্ড, ছাগলনাইয়া পৌরসভা, থানা-ছাগলনাইয়া, জেলা- ফেনী।
আলামত: গাঁজা ০১ (এক) কেজি।
ছাগলনাইয়া থানায় মামলা নং- ০৯
তারিখঃ ১৯/০৫/২০২৪ ইং।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস