#প্রেস_ব্রিফিংঃ ফেনীর লালপোলে ৪০০০ পিস ইয়াবাসহ ০২ জন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফেনী।
===================================
ঘটনার তারিখ ও সময়ঃ ২০/০৬/২০২৪ইং, সময়ঃ ১৫:০০-১৬:০০ ঘটিকা।
ঘটনাস্থলঃ ফেনী মডেল থানাধীন লালপোলস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে লালপোল কাবাব ঘরের গেইটের সামনে ঢাকা মেট্রো-ব-১১-৪৫০৫ নং সিডিএম ট্র্যাভেল নামীয় বাসের ভিতর, জেলা-ফেনী।
আসামীদের নাম ও ঠিকানাঃ ১. মোঃ ইলিয়াছ (৩৮)-গ্রেফতার, পিতা-মো: ছিদ্দিক, মাতা-রশিদা বেগম, সাং-লেদা শরনার্থী ক্যাম্প, ব্লক-সি-১৫, ক্যাম্প নং-২৪, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার। ২. মো: আয়াজ (৪০)-গ্রেফতার, পিতা-মো: ছিদ্দিক, মাতা-রশিদা বেগম, সাং-কুতুপালং শরনার্থী ক্যাম্প, ব্লক-বি-৬, ক্যাম্প নং-৬, ঘর নং-১১, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।
আলামতঃ একটি সিনথেটিক ব্যাগের মধ্যে বালি সিমেন্ট দিয়ে তৈরী ১টি পুতা (সিল) যার ভিতর বিশেষভাবে তৈরী গর্তে রাখা ১টি সাদা পলিথিনেজিপারযুক্ত নীল রংয়ের ২০টি পলি প্যাকেটে, প্রতি প্যাকেটে ২০০ (দুইশত) পিস করে মোট (২০*২০০)=৪০০০ (চার হাজার) পিস।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফেনী'র পরিদর্শক জনাব মোঃ মোজাম্মেল হক বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস