Department of Narcotics Control Dnc Feni
সার্বিক তত্ত্বাবধানেঃ জনাব মিজানুর রহমান শরীফ, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফেনী।
নেতৃত্বেঃ জনাব আবু তাহের - উপপরিদর্শক- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফেনী।
মামলার বাদীঃ জনাব মোঃ আবু তাহের - উপপরিদর্শক- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফেনী।
ঘটনার তারিখ ও সময়ঃ ২১/০৬/২০২৩ ইং সময়ঃ ১০:০০-১০:৩০ ঘটিকা।
ঘটনাস্থলঃ ফেনী মডেল থানাধীন লালপোলস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রাস্তার পশ্চিম পাশে বিছমিল্লাহ ওয়ার্কসপের সামনে রাস্তার উপর, ঢাকা-মেট্রো-ব-১৪-৯৭৩৪ নং বাস, জেলা-ফেনী।
আসামীর নাম ও ঠিকানা : মোঃ সাইফুল ইসলাম (২১)-গ্রেফতার, পিতা- মৃত. আবুল কালাম, মাতা-নূর বানু, সাং- উত্তর আঁধার মানিক (আবুল কালামের বাড়ি), ৭নং ওয়ার্ড, ১নং বাগান বাড়ি ইউপি, থানা-ভুজপুর, জেলা-চট্টগ্রাম।
আলামত : ১। একটি ট্র্যাভেল ব্যাগের মধ্যে ২টি পলিথিনের পোটলার ভিতর পলিথিন ও স্কচটেপ দ্বারা মোড়ানো গাঁজা প্রতি পোলায় ০২ কেজি করে মোট (২+২) = ০৪(চার) কেজি গাঁজা। ২। টেকনো স্পার্ক-৭ নামীয় একটি মোবাইল সেট-১টি (সীমসহ) ৩। যাত্রীবাহি টিকেট-১টি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস