#প্রেস_ব্রিফিংঃ ফেনীর পরশুরামে ০৮ ক্যান বিয়ারসহ ০১ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফেনী।
===================================
ঘটনাস্থল : পরশুরাম থানাধীন উত্তর বাউরখুমা গ্রামস্থ আসামীর পশ্চিম মুখী টিনের বেড়া টিনের ছাউনীযুক্ত চৌচালা ৪ (চার) কক্ষ বিশিষ্ট বসতঘর, জেলা-ফেনী।
ঘটনার তারিখ ও সময়: ২২/০৬/২০২৪ইং, সময়ঃ সকাল ০৭.৩০ - ০৮.৩০ ঘটিকা।
আসামীর নাম ও ঠিকানা: ইসমাইল হোসেন ইলিয়াস (২৪), পিতা- মিজানুর রহমান, মাতা- মায়া আক্তার, সাং- উত্তর বাউরখুমা (রুহুল আমিন মিয়ার বাড়ি) বিলোনিয়া, থানা- পরশুরাম, জেলা-ফেনী।
আলামত: KINGFISHER STRONG PREMIUM BEER ০৮ (আট)টি প্রতিটি ক্যান।
উপপরিদর্শক জনাব মোঃ আবু তাহের পরশুরাম মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস