২২.০৪.২০২৫ তারিখ ফেনী জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব সাইফুল ইসলাম মহোদয় অত্র জেলায় অবস্থিত শপথ ও শিকড় নামীয় ২টি মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে সিভিল সার্জন ডা: মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মনজুর আহসান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক জনাব সাইফুদ্দিন মোহাম্মদ হাছান আলী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফেনীর উপপরিচালক জনাব সোমেন মন্ডলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মহোদয় চিকিৎসাধীন রোগীদের সাথে আলোচনাকালে তাদের মাদকাসক্তির কারণ, সুস্থতার পরবর্তী সময়ে ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং তাদেরকে বাকী জীবন মাদকমুক্ত থেকে সমাজ ও দেশ গঠনে অংশগ্রহণের অনুরোধ জানান। এছাড়া তিনি নিরাময় কেন্দ্র কর্তৃক প্রদত্ত সেবার মান বৃদ্ধির বিষয়ে কেন্দ্র পরিচালনাকারী কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস