Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
২৩ আগষ্ট , ২০২৩ খ্রিঃ তারিখ ডিএনসি ফেনী কর্তৃক ফেনী মডেল থানাধীন ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ০২ জন আসামি কে ১৮২৫ পিস(আঠারো শত পঁচিশ ) পিস ইয়াবা সহ আটক করা হয়।
বিস্তারিত

 Department of Narcotics Control Dnc Feni
সার্বিক তত্ত্বাবধানেঃ জনাব মিজানুর রহমান শরীফ,  উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফেনী।
নেতৃত্বেঃ জনাব মোঃ মোজাম্মেল হক -পরিদর্শক-  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফেনী।

মামলার বাদীঃ জনাব মোঃ আবু তাহের,  উপপরিদর্শক,  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,  ফেনী।

ঘটনার তারিখ ও সময় : ২৩/০৮/২০২৩ খ্রি. সময় ঃ ১৬:০০-১৭:০০ ঘটিকা।

ঘটনাস্থলঃ ফেনী মডেল থানাধীন লালপোলস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে লালপোল কাবাব ঘরের গেইটের সামনে রাস্তার উপর ঢাকা মেট্রো-ব-১৫১২৫৯ নং শ্যামলী পরিবহন নামীয় যাত্রীবাহি বাস, জেলা-ফেনী।

আসামীদের নাম ও ঠিকানা ঃ ০১. আলাল শেখ (৪০)-গ্রেফতার, পিতা-শাহজাহান শেখ, মাতা-ফুলজান বেগম, সাং-উত্তর গোসালকান্দি ১নং ওয়ার্ড, রাজৈর পৌরসভা, থানা-রাজৈর, জেলা-মাদারীপুর।
০২. ইমরান খোন্দকার(৩৩), পিতা-সিরাজ খোন্দকার, মাতা-সুমতি বেগম, গ্রাম-নন্দি, শাখারপাড়, ওয়ার্ড নং-০৬,ইশিবপুর ইউপি,থানা-রাজৈর, জেলা-মাদারীপুর।

আলামত : ০১. একটি পলি প্যাকেটের ভিতর স্কচটেপ ও টিস্যু পেপার দ্বারা মোড়ানো এ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ১৩২৫ (এক হাজার তিনশত পঁচিশ ) পিস যার ওজন-১২৭ (একশত সাতাশ) গ্রাম। 
 ০২. অপর একটি পলি প্যাকেটের ভিতর স্কচটেপ ও টিস্যু পেপার দ্বারা মোড়ানো এ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ৫০০ (পাঁচশত) পিস যার ওজন-৪৮ (আটচল্লিশ) গ্রাম। সর্বমোট (১৩২৫+৫০০)=১৮২৫ পিস ওজন (১২৭+৪৮)=১৭৫ (একশত পঁচাত্তর)গ্রাম।

ডাউনলোড
প্রকাশের তারিখ
23/08/2023
আর্কাইভ তারিখ
31/08/2023