#প্রেস_ব্রিফিংঃ ইয়াবাসহ মাদক বিক্রতা গ্রেফতার।
••••••••••••••••••••••••••••••••••••••••
ঘটনার তারিখ ও সময়: ৩০/০৯/২০২৪ইং, সময় :০৬:৩০-০৭:৩০ ঘটিকা।
ঘটনাস্থল: ফুলগাজী থানাধীন দক্ষিন ধর্মপুর সাজু চেয়ারম্যানের বাড়িস্থ আসামী শরীফুল ইসলাম প্রঃ বাবু (২১) এর নিজ দখলীয় পশ্চিম দুয়ারী সেমিপাকা ৪ কক্ষ বিশিষ্ট বসতঘর, জেলা-ফেনী।
আসামীর নাম ও ঠিকানা: শরীফুল ইসলাম প্রঃ বাবু (২১), পিতা-শাহ আলম, মাতা-পেয়ারা বেগম, সাং-দক্ষিন ধর্মপুর (সোজু চেয়ারম্যানের বাড়ি), থানা-ফুলগাজী, জেলা-ফেনী।
আলামত: ইয়াবা ট্যাবলেট ১০ (দশ) পিস।
উক্ত ঘটনায় আটককৃত ব্যক্তিদের আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ফেনী এর পরিদর্শক জনাব মোঃ মোজাম্মেল হক বাদী হয়ে ফুলগাজী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস