Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
ফেনীর দাগনভূঞাঁয় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফেনীর যৌথ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার।
Details

ফেনীর দাগনভূঞাঁয় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফেনীর যৌথ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার।


==============================


অদ্য ১৯/০১/২০২৫ ইং তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফেনীর  উপপরিদর্শক জনাব মোঃ আবু তাহের এর নেতৃত্বে ১০ জন ডিএনসি সদস্য, দাগনভূঁঞা আর্মি ক্যাম্পের অধিনায়ক মেজর শাহরিয়ার রহমান এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ সদস্য ও দাগনভূঁঞা থানার উপপরিদর্শক জনাব শাহরিয়ারসহ ৪ জন পুলিশ সদস্যের সমন্বয়ে গঠিত রেইডিং টিম ফেনীর দাগনভূঁঞায় অভিযান পরিচালনা করে ২০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। 


ঘটনার তারিখ ও সময়: ১৯/০১/২০২৫ইং, সময়ঃ ১০:০০-১১:০০ ঘটিকা।


ঘটনাস্থলঃ দাগনভূঁইয়া ধানাধীন পশ্চিম রামচন্দ্রপুর গ্রামস্থ চুলু ভূঁইয়া বাড়ির বাসিন্দা আসামী মোহাম্মদ সফিকুর রহমান (৪৭) এর দক্ষিণ ও পূর্বমুখি টিনের বেড়া টিনের ছাউনিযুক্ত ০৩(তিন) কক্ষ বিশিষ্ট বসতঘর, জেলা-ফেনী।


আসামীর নাম ও ঠিকানাঃ মোহাম্মদ সফিকুর রহমান (৪৭) (গ্রেফতার), পিতা-মৃত রুস্তুম আলী ভূঁইয়া, সাং-পশ্চিম রামচন্দ্রপুর (চুলু ভূঁইয়া বাড়ি), রাজাপুর ইউনিয়ন, থানা-দাগনভূঁইয়া জেলা-ফেনী।


আলামতঃ ১. ইয়াবা ট্যাবলেট ২০ (বিশ) পিস। ২. মাদক বিক্রিত বাংলাদেশী টাকা-৬৫৭০/-


গৃহীত ব্যবস্থাঃ উক্ত ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তিকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ফেনী এর উপপরিদর্শক জনাব মোঃ আবু তাহের বাদী হয়ে দাগনভূঁঞা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। দাগনভূঁঞা থানার মামলা নং- ১০, তারিখ- ১৯/০১/২০২৫ ইং।

Attachments
Publish Date
19/01/2025
Archieve Date
31/01/2025