Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
ফেনীর মহিপালে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক চোরাকারবারি গ্রেফতার।
Details

ফেনীর মহিপালে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক চোরাকারবারি গ্রেফতার।


==============================


২০/০১/২০২৫ ইং তারিখ একটি পর্যটকবাহী বাস কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছে। উক্ত বাসের চালক ইয়াবা ট্যাবলেট পাচার করছে এই গোপন সংবাদের ভিত্তিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফেনীর পরিদর্শক জনাব রাজু আহাম্মেদ চৌধুরী এর নেতৃত্বে ১১ জন ডিএনসি সদস্যের সমন্বয়ে গঠিত রেইডিং টিম ফেনীর মহিপালস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান পরিচালনা করে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়। 


ঘটনার তারিখ ও সময়ঃ ২০/০১/২৫ খ্রি. সময়: ২১:০০-২২:০০ ঘটিকা।


ঘটনাস্থলঃ ফেনী মডেল থানাধীন মহিপালস্থ ফ্লাইওভারের দক্ষিণ প্রান্তে ঢাকা-চট্টগাম মহাসড়কের পশ্চিম পাশে রাস্তার উপর মারছা ট্রান্সপোর্ট লিঃ নামীয় যাত্রীবাহি বাস নং-চট্টমেট্রো-ব-১১-১২১২, জেলা-ফেনী।


আসামীর নাম ও ঠিকানাঃ মোঃ শেফায়তুল ইসলাম (৩৫)-গ্রেফতার, পিতা-জসিম উদ্দিন, বরইতলী ইউপি, পোঃ পহর চাঁদা ৪৭৪১, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার।


আলামতঃ ইয়াবা ট্যাবলেট ৪০০০ (চার হাজার) পিস।


গৃহীত ব্যবস্থাঃ উক্ত ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তিকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ফেনী এর পরিদর্শক জনাব রাজু আহাম্মেদ চৌধুরী বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। ফেনী মডেল থানার মামলা নং-৪৭, তারিখ- ২১/০১/২০২৫ ইং।

Attachments
Publish Date
20/01/2025
Archieve Date
31/01/2025