ফেনীর লালপোল বেদে পল্লীতে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে ৮ জন মাদক বিক্রেতা গ্রেফতার, ১২ জনকে আসামি করে মামলা দায়ের।
===============================
অদ্য ১৪/০১/২০২৫ তারিখ জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাংলাদেশ আর্মি ও পুলিশ বাহিনীর সমন্বয়ে ফেনীর লালপোল বেদে পল্লীতে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটজন মাদকবিক্রেতাকে বিভিন্ন প্রকার মাদক ও অন্যান্য আলামতসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রট জনাব জাহাঙ্গীর হোসাইন গ্রেফতারকৃতদের মধ্য চার জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেছেন। এছাড়া গ্রেফতারকৃত অপর চারজনসহ মোট ০৮ জনের (৪ জন গ্রেফতার ও ৪ জন পলাতক) বিরুদ্ধে ০৪ (চার)টি নিয়মিত মামলা দায়ের কার্যক্রম চলমান রয়েছে।
উক্ত ঘটনায় গ্রেফতারকৃত ০৪ জন ও পলাতক ০৪ জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ফেনী এর পরিদর্শক জনাব রাজু আহাম্মেদ চৌধুরী ও উপপরিদর্শক জনাব মোঃ আবু তাহের বাদী হয়ে ফেনী সদর মডেল থানায় পৃথক চারটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া গ্রেফতারকৃত অপর ০৪ আসামিকে জেলা প্রশাসকের কার্যালয়, ফেনীর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জাহাঙ্গীর হোসাইন মোবাইল কোর্ট এর মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন
সর্বমোট মামলা: মোবাইল কোর্ট মামলা- ৪টি, নিয়মিত মামলা- ৪ টি।
সর্বমোট আলামত: ইয়াবা- ৯২ পিস, গাঁজা- ১.০১৫ কেজি, মাদক বিক্রয় লব্ধ অর্থ ১০,০০০/- টাকা ও দেশি স্বর্ণ- ২.৮৫ গ্রাম।
সর্বমোট আসামী: নিয়মিত মামলায় গ্রেফতার-০৪ জন ও পলাতক- ০৪ জন। মোবাইল কোর্ট মামলায় গ্রেফতার- ০৪ জন। উভয় মামলায় সর্বমোট আসামি-১২ জন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS