Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ০২ জন আসামিকে গাঁজা সহ গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদণ্ড প্রদান
Details

#ডিএনসি_ফেনী  

#মাদকবিরোধী_মোবাইল_কোর্ট_অভিযান

#গাঁজাসহ_০২_জন_আসামী_গ্রেফতার

২৪/০৩/২০২৫ ইং তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ফেনীর উদ্যোগে জনাব তানিয়া আক্তার লুবনা , বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) , সোনাগাজী, ফেনী এর নেতৃত্বে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ফেনী এর উপপরিদর্শক জনাব মোঃ আবু তাহের  ও অত্র কার্যালয়ের অন্যান্য সদস্যদের সমন্বয়ে গঠিত রেইডিং টিম সোনাগাজী মডেল থানাধীন  মতিগঞ্জ রাজু চৌধুরীর ব্রিকফিল্ড সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।


অভিযান পরিচালনা করে ০২ জন আসামীকে গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আসামীদেরকে গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে মোবাইল কোর্ট এর মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন।


মোবাইল কোর্টে সাজা প্রাপ্ত আসামীদের তথ্যঃ

০১.

আসামীর নাম ও ঠিকানাঃ মোঃ মোসলেহ উদ্দিন (২৭), পিতা- মোঃ শামসুদ্দিন সাং- চর পাগলা, থানা- কমলনগর ও জেলা - লক্ষীপুর।

সাজা- ০৭ (সাত) দিন বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ (একশত) টাকা অর্থদণ্ড।  

০২.

আসামীর নাম ও ঠিকানাঃ আব্দুর রহমান (২৭), পিতা- মৃত. মাহাবুবুল হক, সাং- চরচান্দিয়া, থানা- সোনাগাজী ও জেলা - ফেনী।

সাজা- ০৭ (সাত) দিন বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ (একশত) টাকা অর্থদণ্ড।

Attachments
Publish Date
24/03/2025
Archieve Date
31/03/2025