ফেনীতে ৭৭০০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী গ্রেফতার।
==============================
ঘটনার তারিখ ও সময়: ০৭/১০/২০২৪ইং, সময়ঃ ১১:৩০-১৩:০০ ঘটিকা।
ঘটনাস্থল: ফেনী মডেল থানাধীন লালপোলস্থ ঢাকা-চট্টগাম মহাসড়কের পশ্চিম পাশে লালপোল কাবাব ঘর গেইটের সামনে রাস্তার ওপর সোহাগ পরিবহন প্রাইভেট লি. নামীয় এসি বাস যার নং-ঢাকা মেট্রো-ব-১৫-৮৪৯৮ (স্কেনিয়া প্রেস্টিজ) দ্বিতল বাস, জেলা-ফেনী।
আসামীর নাম ও ঠিকানা: হোসাইন মোহাম্মদ এরশাদ (পারভেজ)-(৩৬)-গ্রেফতার, পিতা-মৃত মোজাফ্ফর আহম্মদ, মাতা- তাহেরা বেগম, সাং- উত্তর পাড়া (সেকান্দর পাড়া), সিকদার বাড়ি, পোকখালী ইউপি, ওয়ার্ড নং-০২, থানা-ঈদগাহ, জেলা- কক্সবাজার।
আলামত: ইয়াবা ট্যাবলেট ৭৭০০ পিস (৭৩০ গ্রাম), বাসের টিকেট -০১ টি।
উক্ত ঘটনায় আটককৃত ব্যক্তিকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ফেনী এর পরিদর্শক জনাব মোঃ মোজাম্মেল হক বাদী হয়ে ফেনী মডেল থানায় ০১টি নিয়মিত মামলা দায়ের কারা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS