Department of Narcotics Control Dnc Feni
সার্বিক তত্ত্বাবধানেঃ জনাব মিজানুর রহমান শরীফ, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফেনী।
নেতৃত্বেঃ জনাব মোঃ মোজাম্মেল হক, পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফেনী।
মামলার বাদীঃ মোঃ আবু তাহের, উপপরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফেনী।
ঘটনার তারিখ ও সময় : ০৯/০১/২০২৩খ্রি. সময় : ১১:৩০- ১২:০০ ঘটিকা।
ঘটনাস্থলঃ ফেনী মডেল থানাধীন মহিপালস্থ হাজী নজির আহম্মদ ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে খালেক ষ্টোর এর সামনে রাস্তার ফুটপাতের উপর, জেলা- ফেনী
আসামীর নাম ও ঠিকানাঃ ০১। শওকত আলম (৪২) গ্রেফতার, পিতা- নূরল আমিন, মাতা- রোকেয়া বেগম, সাং- বেতাগাঁও (জালাল কারী সাহেব এর বাড়ি), ওয়ার্ড নং ০৮, বালিগাঁও ইউপি, থানা- ফেনী মডেল, জেলা-ফেনী । ০২। নুর মোহাম্মদ পারভেজ ৩০, (পলাতক) পিতা- মৃত আবুল কাশেম মিন্টু, মাতা-রোকেয়া বেগম, সাং- ছাড়াইত কান্দি, ( মেহের আলী মিঝি বাড়ী ) পো: ভৈরব চৌধুরী বাজার, মতিগঞ্জ ইউপি, থানা- সোনাগাজী, জেলা-ফেনী ।
আলামতঃ একটি সাদা পলি প্যাকেটের ভিতর এ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ১০০ (একশত) পিস যার ওজন - ০৯ (নয়) গ্রাম ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS