ফেনীর মধ্যম মাথিয়ারা হতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার।
------------------------------------------------------
১০/০২/২০২৫ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ফেনীর একটি রেইডিং টিম উপপরিদর্শক জনাব মোঃ আবু তাহের এর নেতৃত্বে ফেনীর মধ্যম মাথিয়ারায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ এনায়েত উল্লাহ (৪৪) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
ঘটনার তারিখ ও সময়ঃ ১০/০২/২০২৫ইং, সময়: ১৬:০০-১৭:০০ ঘটিকা।
ঘটনাস্থলঃ ফেনী মডেল থানাধীন মধ্যম মাথিয়ারা গ্রামস্থ আসামীর পূর্বমুখি টিনের বেড়া টিনের ছাউনিযুক্ত ০২ (দুই) কক্ষ বিশিষ্ট বসতঘর, জেলা-ফেনী।
আসামীর নাম ও ঠিকানাঃ এনায়েত উল্লাহ (৪৪), গ্রেফতার, পিতা-মৃত. মোঃ মজল হক, মাতা-বিবি ফাতেমা, সাং-মাথিয়ারা (খোকন মিয়ার নতুন বাড়ি), ৭নং ওয়ার্ড, পাঁচগাছিয়া ইউপি, থানা-ফেনী মডেল, জেলা-ফেনী।
জব্দকৃত আলামতঃ একটি বাজারের শপিং ব্যাগের ভিতর নীল রংয়ের জিপারলকযুক্ত পলি প্যাকেটের ভিতরে এ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ১৬০ (একশত ষাট) পিস ওজন -১৫ (পনেরো) গ্রাম ইয়াবা ট্যাবলেট।
গৃহীত ব্যবস্থাঃ উক্ত ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তিকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ফেনী এর উপপরিদর্শক জনাব মোঃ আবু তাহের বাদী হয়ে ফেনী মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS