#প্রেস_ব্রিফিংঃ ফেনীর ছাগলনাইয়া ০৭ বোতল বিলাতীমদসহ একজন মাদক কারবারিকে করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফেনী।
===================================
ঘটনার তারিখ ও সময়ঃ ১৫/০৭/২০২৪ইং; ঘটিকা সময়- সকাল ০৬:৩০-০৭:৩০ ঘটিকা।
ঘটনাস্থলঃ ছাগলনাইয়া থানাধীন বাঁশপাড়া গ্রামস্থ ফেলাগাজী মজুমদার বাড়ীর বাসিন্দা মোঃ আবুল কাসেম মজুমদার এর নিজ দখলীয় পূর্ব দুয়ারী ০৬ কক্ষবিশিষ্ট ০১ তলা দালানঘর, জেলা-ফেনী।
আসামীর নাম ও ঠিকানাঃ মোঃ আবুল কাসেম মজুমদার (৬০)-গ্রেফতার, পিতা-মৃত, মুকবুল আহম্মদ, মাতা-মৃত আইনজুবুর নেছা, সাং-বাঁশপাড়া (ফেলাগাজী মজুমদার বাড়ী), হোল্ডিং নং- ৪৯৫, ওয়ার্ড নং- ০৩, ছাগলনাইয়া পৌরসভা, থানা-ছাগলনাইয়া, জেলা- ফেনী।
জব্দকৃত আলামতঃ বিলাতীমদ ০৭ বোতল।
উপপরিদর্শক জনাব মোঃ আবু তাহের বাদী হয়ে ছাগলনাইয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS