Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
১৫ জুলাই ,২০২৪ খ্রিঃ তারিখ ডিএনসি ফেনী কর্তৃক ছাগলনাইয়া থানাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে অতঃপর ০১ জন আসামীকে ০৭ বোতল বিলাতীমসহ গ্রেফতার করা হয়।
Details

#প্রেস_ব্রিফিংঃ ফেনীর ছাগলনাইয়া ০৭ বোতল বিলাতীমদসহ একজন মাদক কারবারিকে করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফেনী।

===================================

ঘটনার তারিখ ও সময়ঃ ১৫/০৭/২০২৪ইং; ঘটিকা সময়- সকাল ০৬:৩০-০৭:৩০ ঘটিকা।


ঘটনাস্থলঃ ছাগলনাইয়া থানাধীন বাঁশপাড়া গ্রামস্থ ফেলাগাজী মজুমদার বাড়ীর বাসিন্দা মোঃ আবুল কাসেম মজুমদার এর নিজ দখলীয় পূর্ব দুয়ারী ০৬ কক্ষবিশিষ্ট ০১ তলা দালানঘর, জেলা-ফেনী।


আসামীর নাম ও ঠিকানাঃ মোঃ আবুল কাসেম মজুমদার (৬০)-গ্রেফতার, পিতা-মৃত, মুকবুল আহম্মদ, মাতা-মৃত আইনজুবুর নেছা, সাং-বাঁশপাড়া (ফেলাগাজী মজুমদার বাড়ী), হোল্ডিং নং- ৪৯৫, ওয়ার্ড নং- ০৩, ছাগলনাইয়া পৌরসভা, থানা-ছাগলনাইয়া, জেলা- ফেনী।


জব্দকৃত আলামতঃ বিলাতীমদ  ০৭ বোতল।


উপপরিদর্শক জনাব মোঃ আবু তাহের  বাদী হয়ে ছাগলনাইয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

Attachments
Publish Date
15/07/2024
Archieve Date
31/07/2024