ফেনীর ফুলগাজীতে তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ০২ জন।
================================
অদ্য ২৭/১০/২০২৪ ইং তারিখ ফুলগাজী থানাধীন আনন্দপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বাংলাদেশ সেনাবাহিনী, ফুলগাজী ক্যাম্প এর যৌথ অভিযানে তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি হারুনকে গ্রেফতার করা হয়।
আসামীদের নাম ও ঠিকানাঃ (০১) আব্দুর রহিম প্রকাশ হারুন (৪২)-গ্রেফতার, পিতা-মৃত, আব্দুর রউফ, সাং- দক্ষিণ আনন্দপুর, থানা-ফুলগাজী, জেলা-ফেনী।
ঘটনাস্থল :ফুলগাজী থানাধীন দক্ষিন আনন্দপুর গ্রামস্থ, বনা দরবেশ বাড়ি, (হারুনের নতুন বাড়ি) আসামীর উত্তরমুখি ছয় কক্ষ বিশিষ্ট ০১ তলা পাকা দালানঘর, জেলা-ফেনী।
জব্দকৃত আলামতঃ গাঁজা ৫০০ (পাঁচশত) গ্রাম ও বিলাতীমদ ৬৭৫ (ছয়শত পঁচাত্তর) মিলি লিটার।
(০২) মোঃ জাহাঙ্গীর (৪৪)-গ্রেফতার, পিতা-মৃত. আব্দুল হক, সাং-দঃ আনন্দপুর, থানা-ফুলগাজী, জেলা-ফেনী।
ঘটনাস্থলঃ ফুলগাজী থানাধীন দক্ষিণ আনন্দপুর, বক্স আলী ভুইয়া বাড়িস্থ, মোঃ জাহাঙ্গীর এর পশ্চিমমুখি টিনের বেড়া টিনের ছাউনিযুক্ত ০৪ কক্ষ বিশিষ্ট বসতঘর, জেলা-ফেনী।
জব্দকৃত আলামতঃ গাঁজা ২০০ (দুইশত) গ্রাম।
উক্ত ঘটনায় আটককৃত ব্যক্তিদের আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ফেনী এর উপপরিদর্শক জনাব মোঃ আবু তাহের বাদী হয়ে ফুলগাজী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। ফুলগাজী থানার মামলা নং-১১, তারিখঃ ২৭/১০/২০২৪ ইং।
উল্লেখ্য যে, আব্দুর রহিম প্রকাশ হারুন (৪২) এর বিরুদ্ধে ০৪ টি ও মোঃ জাহাঙ্গীর (৪৪) এর বিরুদ্ধে ০২ টি মাদক মামলা রয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS